দেখে মনে হতে পারে নাদুস-নুদুস, হাসিখুশি আদুরে এই শিশুটির গাল টিপে দিতে। কিন্তু, কলম্বিয়ার সান্তিয়াগো মেনডোজ নামে শিশুটির জন্য বাস্তবতা বড় কঠিন। শিশুটি স্থূলতা জাতীয় স্বাস্থ্য সমস্যায় ভুগছে। মাত্র ৮ মাস বয়সী শিশুটির ওজন ১৯ দশমিক ৭ কেজি অর্থাৎ ৬ বছর বয়সী কোন শিশুর সমান বা তারও বেশি। শিশুটিকে এরই মধ্যে তার পরিবারের সদস্যদের কাছ থেকে নিজ দায়িত্বে নিয়েছে কলম্বিয়ার স্বাস্থ্য সংক্রান্ত দাতব্য সংস্থা ‘চাবি হার্টস ফাউন্ডেশন’। ওই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা বিশ্রীরকম মোটা হয়ে যাওয়া শিশুটিকে...

